জয়পুরহাটের ক্ষেতলালে ভিজিডি কর্মসূচির ৬১বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হিন্দা পাঁখুপী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৫৫) এর বাড়ী থেকে এ চাল উদ্ধার করে।
জানা গেছে, রোববার ২০ জুন বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা এসআই জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ির গোয়াল ঘর থেকে সরকারি ভিজিডি কর্মসূচির ৬১ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, উপজেলার হিন্দা পাঁচখুপী গ্রামে তার নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে চালগুলি মজুদ রাখে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬১ বস্তা চাল উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।