নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদান করা দ্বিতীয় পর্যায়ে আরো ২০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল মাথা গোজার ঠাঁই। রোববার সকাল সাড়ে ১০টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে সেনবাগের ২০টি অসহায়,দুঃস্থ পরিবারের মাঝে দুই শতক জমিনের দলিল ও দুই কক্ষ বিশিষ্ঠ ঘরের চাবি স্ব স্ব আসনের এমপি, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের মাধ্যমে হস্তান্তর করেন।
এউপলক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী অফিষার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি)ক্ষেমালিকা চাকমার সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বক্তব্য রাখেনম,সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফল আহম্মদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির,সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল ভাতেন মৃধা, স্থানীয় সাংসদের প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী,আওয়ামীলীগ নেতা আলী আক্কাস রতন,ভিপি আবু নাছের দুলাল সহ রাজনৈতিক ব্যাক্তিত্ব ,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী শ্রেনী পেশার লোকজন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিন দলিল ও ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পরপরই সেনবাগে ২০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক করে জমিনের দলিল ও দুই কক্ষ বিশিষ্ঠ ঘরের চাবি হস্থান্তর করা হয়।
উল্লেখ্য ওই ২০টি পরিবারের জন্য ইতোমধ্যে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইখাস্তা গ্রামে পৌনে তিন একর ভূমির ওপর ১২আশ্রয়হীন পরিবারের জন্য জনপ্রতি ২ শতক জমিনের ওপর ২ কক্ষ বিশিষ্ঠ ১২টি ঘর, একটি কিচেন, একটি টয়লেট নির্মান এবং একটি টিউভওয়েল ও পুকুর খনন করা হয়েছে। এছাড়াও সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য অনুরুপ ৮টি বসতঘর নির্মান করা হয়।
জানাগেছে,সেনবাগে মোট ১শ ১৩টি পরিবারকে ঘর দেওয়া হবে। এরমধ্যে পাইখাস্তায় পর্যায় ক্রমে ৭৫টি পরিবারের জন্য আশ্রায়নের ব্যবস্থা করা হবে। এতিমধ্যে প্রথম পর্যাযে গত ২৩ জানুয়ারী আরো ৮টি পরিবারকে জমিনের দলিল ও বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছিলো।