জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন ১ হাজার ২শ’ ৫০ ভূমিহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী স্বপ্নের এ ঘরগুলো পেয়ে আনন্দে আনন্দিত ওইসকল মানুষ। নীলফামারী জেলার ৬ উপজেলায় ১ হাজার ২শ’ ৫০ পরিবারের জন্য জমি বরাদ্দ দেয়া হয় ২১ একর ৭০ শতক। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা এ ঘরগুলোতে একটি টয়লেট, একটি রান্নাঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। ৩শ’ ৯৪ বর্গফুটের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে ১ লক্ষ ৯০ হাজার করে টাকা। দ্বিতীয় পর্যায়ে জেলায় ১ হাজার ২শ’ ৫০ ঘরের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২শ’ ২০, কিশোরগঞ্জ উপজেলায় ১শ’ ৭০, সৈয়দপুর উপজেলায় ৬০, ডোমার উপজেলায় ৩শ’, জলঢাকা উপজেলায় ৩শ’ ও ডিমলা উপজেলায় ২শ’টি গৃহ পেলেন ভূমি ও গৃহহীন পরিবার। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, সরকারী খাস জমিগুলো ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করতে একটু সময় লেগেছিল। এ ছাড়া নিয়ম মেনেই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, প্রকৃত আশ্রয়হীন পরিবার বেছে বেছে তাদের ঘর বরাদ্দ দেয়া হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নির্মিত গৃহ সমুহে বিদ্যুৎ সংযোগ ও টিউবয়েল স্থাপন করা হয়েছে। ১১ হাজার ২শ’ ৮৫টি তালিকাভূক্ত পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ৬৩৭টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ২শ’৫০টির মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া ১ হাজার ১০টি ঘরের চাবি ও জমি হস্তান্তর করা হলো ২০ জুন। সকাল সাড়ে ১০টায় সারাদেশে এক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর নীলফামারীতে সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি ও সনদ পত্র হস্তান্তর করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, অনেক তদন্ত করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ওই ঘরগুলো দেয়া হয়। ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিনসহ অনেকে।