ঝিনাইদহ কালীগঞ্জে অসুস্থ হনুমানকে বন বিভাগের কাছে হহস্তান্তর করল থানা পুলিশ কর্মকর্তা। শনিবার বিকালে খুলনা বিভাগীয় ববন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদের কাছে হনুমানটি হস্তান্তর করেন কালীগঞ্জ থানার এসআই সাগর সিকদার।
হনুমান হস্তান্তরের করার সময় এসআই সাগর সিকদার জানান, শুক্রবার ভোরে ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি হনুমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাস্তার উপর আছড়ে পড়ে আহত হয়। এ সময় আমি অসুস্থ হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। কিছুটা সুস্থ্য হওয়ার পর বন বিভাগের কর্মকর্তাদের নিকট ফোন করি।
খুলনা বিভাগীয় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ পরিদর্শক রাজু আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা হনুমানটি নিয়ে যাচ্ছি। পরে সুবিধামত অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।