“মুজিব বর্ষের অঙ্গিকার গৃহহীন থাকবে না একটি পরিবার“এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি মোতাবেক সিরাজগঞ্জের রায়গঞ্জে মুজিব বর্ষে গৃহহীনদের জমি ও পাকা ঘর হস্তাস্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার লক্ষে উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল আলম। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবীর কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম রব্বানী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে এম রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, রায়গঞ্জ রিপোর্টর্স ইউনিটি সুব্রত কুমার ঘোষ তাপস সাধারন সম্পাদক ও রুহুল আমিন বকুল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। সাংবাদিক সম্মেলনে ইউএনও জানান দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫৩৩৪০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারই ধারাবাহিকতায় রায়গঞ্জে ৩০টি পরিবারের মাঝে জমি ও পাকা ঘর হস্তান্তর করা হবে।