নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ী বহরে প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জের উপকূলীয় অঞ্চল বসুরহাট পৌরসভা থেকে ৩০ কিলোমিটার দূরে মুছাপুর ইউনিয়নের আনন্দ বাজার নামকস্থানে পথসভা করেন মেয়র আবদুল কাদের মির্জা। পথসভা শেষে করে বসুরহাট পৌরসভায় ফেরার পথে আনন্দ বাজার ও বাংলাবাজারের মধ্যবর্তীস্থানে মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি লক্ষ করে প্রতিপক্ষরা গাড়ী বহরে কয়েক রাউন্ড গুলি করে। এতে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী গুলিবিদ্ধ ৩, আহত ১০জন। আহতদেরকে আনন্দবাজার এলাকায় একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধরা হলো- শাহাদাত শাহেদ, আবু সায়েম, আবুল কাশেম।
মেয়রের একান্ত সহকারী ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, আমরা পথসভা শেষে বসুরহাটে আসার সময় মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেন হেঞ্জুর নেতৃত্বে ৩০-৩৫জনের একদল দুর্বৃত্ত আমাদের গাড়ি বহরে গুলি করে। এতে আমাদের দলের ৩জন নেতাকর্মী আহত হয়।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান বলেন, আমরা মেয়রের গাড়ি বহরে ছিলাম। এ সময় মুষলধারী বৃষ্টিপাত হচ্ছিল, চারিদিকে অন্ধকারের মত। এ সময় প্রতিপক্ষরা গুলি ছুড়ে পালিয়ে যায়।