দেশে গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৮৩ জন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৯৯ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৩৭৩টি। আর দেশের মোট ৫২৮টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮৮২টি। এ নিয়ে দেশে মোট আট লাখ ৪৪ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হল।
আজ শুক্রবার (১৮ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।