ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন ৪শ গৃহহীন পরিবার। এরমধ্যে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে নির্মিত ৪’শ টি ঘরের উদ্বোধন করবেন।
শুক্রবার (১৮জুন) বিকেল ৩টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় উদ্বোধন যোগ্য ৪’শ টি ঘরের উদ্বোধন করবেন। এর আগে প্রথম পর্যায়ে হরিপুর উপজেলায় ৫’শ ৩৬টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেক্লাবের সভাপতি কবিরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।