ভৈরবে বিড়ি ভোক্তাদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা পক্ষ বি-বাড়িয়া অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিড়ি ভোক্তা বি-বাড়িয়া অঞ্চলের সভাপতি মোঃ মাসুদ মিয়া ও সাধারন সম্পাদক হারুন মিয়া বলেন, গত অর্থ বছরের বাজেটে বিড়ির উপর ৪ টাকা মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও নতুন করে মূল্য বৃদ্ধি না করা। সিগারেট যতদিন থাকবে বিড়ি ও ততদিন থাকবে,১০ শলাকা সিগারেটের প্যাকেট মূল্য কমপক্ষে ৫০ টাকা নির্ধারন করা ও সকল নকল বিড়ির ব্যবসা বন্ধ করার জন্য প্রধান মন্ত্রী, অর্থ মন্ত্রী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাছে দাবি জানান। তাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, হাওর এলাকার অসহায়/স্বামী পরিত্যক্তা,পঙ্গু শ্রমিকরা করোনায় আক্রান্ত না হয়ে ও কাজের অভাবে মানবেতর জীবন-যাপন করছেন। তাই বিড়ি শিল্পকে সুরক্ষা ও বিড়ি ভোক্তাদের সুবিধার্থে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে সিগারেটের নিম্নস্তরের শুল্ক বৃদ্ধি করার জোড় দাবি জানান। এ সময় সংগঠনের ২শ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।