সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় ৭৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে রাত ১২টা পর্যন্ত। শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণও চলছে।
ভোট শুরুর পরপরই ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।
এর আগে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। বলেন, সব ক্ষেত্রে ইরানের ভবিষ্যৎ জনগণের ভোটাধিকার প্রয়োগের ওপর নির্ভর করছে। তিনি বলেন, 'মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো আগে থেকেই এ নির্বাচনে জনগণের উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করেছে। এমনকি তারা এ নির্বাচনে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার ব্যাপক চেষ্টা চালাচ্ছে।'
এবার প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাতজন। তিনজন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী রয়েছেন চার জন। তারা হলেন-সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।