হংকং এর জনপ্রিয় পত্রিকা অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক রায়ান লসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক বাকি চারজন হলেন পত্রিকাটির মূল প্রতিষ্ঠান নেক্সড ডিজিটালের প্রধান নির্বাহী চিয়ঙ কিম হাং, প্রধান পরিচালনাকারী, প্রকাশক এবং পরিচালক। সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত পত্রিকাটির মালিককে আগেই গ্রেপ্তার করে কারা- দিয়েছে দেশটির আদালত। গত এক বছরের মধ্যে অ্যাপল ডেইলির কার্যালয়ে দুই বার অভিযান চালানো হলো। গত বছরের আগস্টে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।