মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে সংঘর্ষের পর দেশটির একটি গ্রামে আগুন ধরিয়ে দেয় সেনারা। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় মাগওয়ে প্রদেশের কিন মা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পিডিএফের সদস্যরা পিছু হটতে শুরু করলে গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেয় মিয়ানমারের সেনারা। স্থানীয়রা জানিয়েছে, গ্রামের ২৪০টির মধ্যে ২০০টি বাড়িঘর পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। রয়টার্স জানিয়েছে, ভয়াবহ এই আগুন ধরা পড়েছে নাসার স্যাটেলাইটেও। আগুন ধরিয়ে দেয়ার পর পাশের একটি জঙ্গলে পালিয়ে যায় গ্রামবাসীরা। সামরিক জান্তা সরকার বিরোধী সশস্ত্র সংগঠন পিডিএফের সঙ্গে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। গ্রামে আগুন ধরিয়ে দেয়ার জন্য পিডিএফকেই দোষারোপ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি।