নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ২০জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলন করেছে -সেনবাগ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭জুন) বেলা সাড়ে ১১টার সময় সেনবাগ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সাংবাদিক সম্মেলনে ব্রিফ করেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহনুর আলম, ছাতাপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সহ গণমাধ্যম কর্মীরা।
এ সময় সাংবাদিক সম্মেলনে নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন “মুজিব বর্ষে অঙ্গিকার গৃহহীন থাকবে না কেউ আর, এরেই ধারা বাহিকতায় আগামী রোববার (২০ জুন) দ্বিতীয় পর্যায়ে সারাদেশে সঙ্গে একযোগে সেনবাগেও ২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিনের দলিল ও ঘরের চাবি হস্থান্তর করা হবে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইখাস্তা গ্রামে পৌনে তিন একর ভূমির ওপর ১২আশ্রয়হীন পরিবারের জন্য ২ কক্ষ বিশিষ্ঠ ১২টি ঘর একটি টয়লেট নির্মান এবং একটি টিউভওয়েল ও পুকুর খনন করা হয়েছে। এছাড়াও সেনবাগ উপজেলার ১নং ছাতালপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের ৮টি ভূমিহীনও গৃহহীন পরিবারের জন্য অনুরুপ ৮টি বসতঘর নির্মান করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই তাদেরকে জমিনের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয় পাইখাস্তায় পর্যায় ক্রমে ৭৫টি পরিবারের জন্য আশ্রায়নের ব্যবস্থা করা হবে। এতিমধ্যে প্রথম পর্যাযে গত ২৩ জানুয়ারী আরো ৮টি পরিবারকে জমিনের দলিল ও বসতঘরের চাবি হস্তান্তর করা হয়েছিলো।