নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামগুলোতে ঘরে ঘরে সর্দি জ¦র ও কাশির প্রকোপ দেখা দিয়েছে।
আক্রান্ত রোগীরা উপজেলা সরকারী হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তেমন সচেতনতা না থাকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই। স্বাস্থবিধি না মেনে জনসমাগমে ঘুরে বেড়াচ্ছেন অবাধে। গত বোধবার বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখা গেছে।
এই উপজেলায় আরো ৫টি ইউনিয়নের খবরা-খবর নিয়ে জানা যায়,কম বেশি এ জ¦রে আক্রন্ত কেউ না কেউ। স্থানীয়দের ভাষ্য, এ জ¦র সিজনাল জ¦র। কিন্তু সীমান্তবর্তী গ্রামগুলোতে দেখা যায়, এপার-ওপারের অবাধ চলাফেরা, রাতের আধাঁরে চোরা কারবারীদের মালামাল পারাপার, দিনের বেলায় আদিবাসীদের ঘুরাঘুরি।
ভারতের মেঘালয় রাজ্যে ব্যাপক করোনা আক্রন্তের রোগী থাকায় আতঙ্কে রয়েছে এ উপজেলাবাসী। প্রতিদিনই দেখা যায় মৃত্যুর ঝুঁকি নিয়ে আদিবাসীরা লাকড়ি সংগ্রহ ও বিভিন্ন কাজে এপার থেকে ওপারে যাতায়াত করছে।
কলমাকান্দা হাসপাতাল মোড়ের কয়েকটি ফার্মেসী মালিকের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য রোগীদের চেয়ে বর্তমানে বেশিভাগ রোগীই আসছেন-সর্দি জ¦র ও কাশির ওষুধ নিতে। এ নিয়ে আমরাও আতঙ্কে আছি। সীমান্তবর্তী লেঙ্গুড়া পাঁচগাও কচুগড়া খারনৈই বিজিবি ক্যাম্প ইনর্চাজদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন,বর্তমান করোনা প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সীমান্ত এলাকায় অবৈধ চলাচলের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। সর্তক বার্তা দিয়েছি। পর্যটক চোরা কারবারীরা আমাদের চোখ ফাঁকি দিয়ে আসা যাওয়ার কোন সুযোগ নেই।
এদিকে কলমাকান্দা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা.আল মামুন সাহেব বলেন, দৈনিকেই জ¦র সর্দি কাশি গলাব্যথা নিয়ে হাসপাতালে আসছেন, আমাদের স্টাপেরা ২৪ ঘন্টাই জরুরী সেবা চালু রেখেছেন। আগতদের প্রয়োজনীয় চিকিৎসাপত্রসহ নিজ নিজ বাড়িতেই স্বাস্থবিধি মেনে অবস্থান করতে পরামর্শ দিচ্ছি। সাধারণ মানুষ এখনও সচেতন নয় বিধায় -ভারতের সীমান্তবর্তী উপজেলা হিসেবে আমরাও আতঙ্কে রয়েছি।