পটুয়াখালীর গলাচিপায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. মিরাজ বয়াতী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার রাত পৌঁনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম (এস) পিসিজিএমএস বিএন এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাঁচারিকান্দা গ্রামের নূর মৌলভী ফরাজী বাড়ীর সামনের সড়ক থেকে গাঁজাসহ মিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ একই ইউনিয়নের চাঁন্দের হাওলা গ্রামের মো. জামাল বয়াতীর ছেলে। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা, ১ টি মোবাইল ফোন, ২ টি মোবাইল সীম ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।