চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারীসহ নতুন করে ৭জন শনাক্ত হয়েছেন। বুধবার ৩০ জনের টেস্টে ৭ জন শনাক্ত হন। এদের মধ্যে ৩জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ২৭৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, বুধবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ৭জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৩ নারীসহ ৪জন পুরুষ রয়েছে। রহনপুর পৌরএলাকার ৪ জন, গোমস্তাপুর ইউনিয়নের ২ জন রয়েছে। এ ছাড়া সরকারী হাসপাতালে ১জন ড্রাইভার রয়েছেন। ৭ জনের বয়স পর্যায়ক্রমে ২০ থেকে ৫৫ বছর পর্যন্ত। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়ীতে আইসোলশনে থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ২৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন, চিকিৎসা নিচ্ছে ২৩৯ জন ও মৃত্যু বরণ ৪ জন করেন।