মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অনিয়ম আর অভিযোগের শেষ নেই। মুক্তিযোদ্ধাদের সনদ, তালিকা দেওয়া থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা পদক সব কিছুতেই অনিয়ম দূর্নীতির অভিযোগ। সে সব নিয়ে সংসদীয় কমিটির কোনো মাথা ব্যাথা নেই। অথচ গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত না থেকে উপজেলা পর্যায়ের অন্য পুরুষ কর্মকর্তা উপস্থিত থাকার এক বিকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে নারী মর্যাদায় আঘাত করেছে।
সংবিধানের ২৮ অনুচ্ছেদের (১)-এ বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেনা। একই অনুচ্ছেদের (২)-এ বলা আছে, রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবে। সংগত: কারনে প্রশ্ন উঠতেই পারে, যে সংসদ সদস্যরা সংবিধান মেনে চলবেন বলে শপথ নেন, তারা কি করে নারীর প্রতি বৈষম্য সৃষ্টিকারী এবং অসম্মানজনক এমন সিদ্ধান্ত নেন? সংসদীয় কমিটি জানাজা প্রসঙ্গ: তুলে বলেছে, যেহেতু নারীরা জানাজায় অংশ নিতে পারেন না। তাই গার্ড অব অনার অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকা সংগত নয়। এ নিয়ে নানা মহলে নানা আলোচনা আছে।
ভুলে গেলে চলবো না জানাজা একটি ধর্মীয় আচার। আর গার্ড অব অনার একটি রাষ্ট্রিয় আনুষ্ঠানিকতা। যখন দেশজুড়ে মৌলবাদের আস্ফলন দেখা যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে থেকে এমন নারী অবমাননার উদ্যোগ নি:সন্দেহে নানা প্রশ্ন উত্থাপন করে। শুধু বীর মুক্তিযোদ্ধাদের নয়, রাষ্ট্রের অন্যান্য ব্যক্তিদেরও গার্ড অব অনার দেয়া হয়ে থাকে। সেখানে ধর্ম বা নারী পুরুষের বৈষম্য চলতে পারে না। আজ দেশ অনেক এগিয়েছে, নারীরা পুরুষদের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করছে। রাজনীতি প্রশাসন সব ক্ষেত্রেই তাদের সফলতা। এমন এক চলমান সময়ে নারীর প্রতি বৈষম্য সৃষ্টিকারী অপমানজনক এমন সুপারিশ কেনো অবস্থায়ই ম্ক্তুচিন্তার মানুষেরা মেনে নিতে পারেন না। তাই মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের উচিৎ কৃতকর্মের জন্য দু:খ প্রকাশ করে এ প্রস্তাবনা প্রত্যাহার করা এবং তা দ্রুততম সময়ের মধ্যে। কারন রাষ্ট্র নারী কিংবা পুরুষ কারো প্রতিই বৈষম্য প্রদর্শন করতে পারে না।