মিয়ানমারের চিন প্রদেশের মুখ্যমন্ত্রী সালাই লিয়ান লুয়াই ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। সোমবার রাতে মিয়ানমার সীমান্তের চাম্পাই শহর থেকে মিজোরামে প্রবেশ করেন তিনি। এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ২০১৬ সালে চিন প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। গেল ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের ৯ হাজার ২শ ৪৭ নাগরিক আহ্রয় নেয় ভারতে। দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি'র রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ২৩ জন আইনপ্রণেতাও আশ্রয় নিয়েছেন ভারতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারতে পালিয়ে যাওয়া মিয়ানমারের নাগরিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে বিভিন্ন নাগরিক ও ছাত্র সংগঠন এবং এনজিও। এছাড়া স্থানীয়রাও তাদের নানাভাবে সহায়তা করছেন। শরণার্থীদের ত্রাণ সহায়তা দিতে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।