কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য নলবাইদ গ্রামে প্রতি পক্ষ সাইফুল ইসলাম ও তার লোকজন টয়লেটের জায়গা নিয়ে একই গ্রামের নূরুল ইসলাম, দ্বীন ইসলামের ৩টি বাড়ী ভাংচুর ও লুটপাট করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ঘটনাটি ঘটে গত সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও নূরুল ইসলাম গংদের মধ্যে টয়লেটের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে কয়েক বার এলাকায় শালিশ বৈঠক বসলেও এর কোন সমাধান হয় নি। এই ব্যপারে দ্বীন ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার কুলিয়ারচর থানায় ১টি অভিযোগ দায়ের করেন। প্রতি পক্ষ সাইফুল ইসলাম দাবী করেন, তার প্রতি পক্ষের বিচার আইনের মাধ্যমে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনিও কুলিয়ারচর থানায় ১টি পাল্টা অভিযোগ দায়ের করেন।