কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বারিয়াকান্দি বাসস্ট্যা- এলাকা হতে কিশোরগঞ্জ র্যাব-১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ৩ জন গাঁজা ব্যবসায়ী’কে আটক করেছেন। পরে র্যাব-১৪ গত সোমবার বিকেলে মোঃ মামুন মিয়া (২১), মোঃ সাত্তার মিয়া (১৯), মেহেদী হাসান বাবু (২৩)’কে ১৪ কেজি গাঁজাসহ ৩টি মোবাইলসহ কুলিয়ারচর থানায় সুপদ্দ করেন। পরে মঙ্গলবার সকালে গাঁজা ব্যবসায়ী মামুন, সাত্তার ও মেহেদী হাসান’কে কুলিয়ারচর থানার পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছেন।