শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) সন্ধায় তারাগঞ্জ উত্তর বাজারস্থ আওয়ামী লীগের একাংশের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকাব্বর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এ ছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আঃ মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসাইন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হারুন অর রশিদ, প্রফেসর মোক্তার হোসেন, সরকারী নাজমুল স্মৃতি কলেজের সাবেক জিএস মোঃ আসাদুজ্জামান সোহেল, বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, দলের মধ্যে গণতান্ত্রিক ধারার নের্তৃত্ব প্রতিষ্ঠা করতে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা নের্তৃত্বে আমরা স্থানীয় রাজনীতিতে এখন থেকে সক্রিয় থাকব। এখানে কোন বহিরাগত, বাইরের ভারাটিয়ারা এসে ক্ষমতার স্বাদ ভোগ করে যাবে আর আমরা বঞ্চিত থাকব, এখন থেকে নালিতাবাড়ীর রাজনীতিতে তা আর হতে দেওয়া যাবে না। আগামী জাতিয় সংসদ নির্বাচনে বদিউজ্জামান বাদশা হবে নকলা নালিতাবাড়ীর এমপি। দীর্ঘ দিন পরে নিজেদের বঞ্চিত দাবী করে ভেদাভেদ ভুলে স্থানীয় রাজনীতিতে মনোনয়নসহ নানা ইস্যুতে এক হয়ে কাজ করার ঘোষনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব নেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদি।