অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা ভারতে শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ধরন প্রতিরোধে কার্যকর।
স্কটল্যান্ডের বিজ্ঞানীদের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা প্রবন্ধটি।
ইউনিভার্সিটি অব এডিনবরা ও স্ট্র্যাথক্লাইড এবং পাবলিক হেলথ স্কটল্যান্ডের গবেষণায় দেখা গেছে, আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকা ৯২ শতাংশ কার্যকর। আর টিকা নেয়ার ১৪ দিন পর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৭৯ শতাংশ কাজ করে এ টিকা।
অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার টিকা আলফা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৭৩ শতাংশ আর ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ৬০ শতাংশ কার্যকর। এদিকে যেকোন টিকার দুই ডোজ নেয়া রোগীদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯৬ শতাংশ কমে যায়। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ।