টেকনাফের নাফ নদী থেকে শিশুসহ দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ৩ দিনে ছয়জনের মরদেহ উদ্ধার হলো। দুপুরে নাফ নদীর রঙ্গিখালী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়-জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। মরদেহ দুটি এক শিশু ও এক নারীর। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানান তিনি। এর আগে গত শনি ও রোববার নাফ নদী থেকে ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নদী পার হওয়ার সময় বৈরী আবহাওয়ায় নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে।