চট্টগ্রামে করোনাভাইরাসের দুটি নমুনায় ভারতীয় ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এতে করে গবেষকরা ধারণা করছেন, চট্টগ্রামে ভারতীয় ধরনের কমিউনিটি সংক্রমণ প্রাথমিকভাবে শুরু হয়েছে।
গবেষণা বলছে, ভারতীয় ধরনে আক্রান্ত দুই রোগীর কেউই সম্প্রতি ভারতে যাননি। এমনকি ভারত ফেরত কারো সংস্পর্শেও আসেননি।
সোমবার (১৪ জুন) সংবাদ সম্মেলনে ভারতীয় ডেল্টা ধরন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফাংশনাল জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি’র প্রধান গবেষক এবং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অর্থায়নে গবেষণাটি যৌথভাবে পরিচালনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ঢাকার আইসিডিডিআরবি।
গবেষণায় এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সাতটি কোভিড-১৯ শানাক্তকরণ ল্যাব এবং হাসপাতাল থেকে সংগ্রহ করা ৪২টি নমুনার প্রকরণ বিশ্লেষণ করা হয়েছে। যার মধ্যে ভারতীয় ধরন (ডেল্টা) ২টি, নাইজেরীয় (ইটা ভ্যারিয়েন্ট) ৩টি, যুক্তরাজ্যের (আলফা ভ্যারিয়েন্ট) ৪টি এবং বাকি ৩৩টি দক্ষিণ আফ্রিকার (বিটা ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়।
গবেষণায় উল্লেখ করে বলা হয়েছে, ‘এর আগে ভারতীয় ধরন শনাক্ত হয়নি। এ তথ্য থেকে গবেষক দলটি ধারণা করছেন, চট্টগ্রামে ভারতীয় প্রকরণের কমিউনিটি সংক্রমণ প্রাথমিকভাবে শুরু হয়েছে।’
প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চীনের উহান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকে এই পর্যন্ত সার্স কভ-২ (করোনাভাইরাস) মোট ১০ বার রূপ পরিবর্তন করার মাধ্যমে মূলত ৬টি দেশে (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ব্রাজিল এবং ভারত) অতি-সংক্রমণ এবং মহামারি আকার ধারণ করে।