করোনার কারনে বারবার ঘোষণা দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। প্রাথমিক থেকে উচ্চতর শিক্ষালয় সব খানেই ক্লাস বন্ধ। শ্রেনী পাঠ দিতে পারছেন না শিক্ষকরা। সর্বশেষ ১২ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা শিক্ষা মন্ত্রী দীপু মনি বলেছিলেন। কিন্তু ১১ জুন তিনি আবার ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছেন। একের পর এক ছুটি বাড়ছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য নেই কোনো সুনিদিষ্ট পরিকল্পনা। এতে যে শুধু পড়াশোনার ক্ষতি নয়, ঘরবন্দি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশও বাধাগ্রস্থ হচ্ছে। অসংখ অভিভাবকের অভিযোগ, তাঁদের সন্তানেরা মুঠোফোনে আসক্ত হয়ে পড়েছে।
দেশে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকার প্রভাব বহু মাত্রিক। ইতিমধ্যে শিক্ষার্থীদের জীবন থেকে একটি শিক্ষা বর্ষের প্রায় পুরোটাই হারিয়ে গেছে। আরও একটি শিক্ষা বর্ষের অর্ধেকের মতো চলে গেছে। এতে মারাত্মক ক্ষতির সম্মুখিন শিক্ষার্থীরা। বিভিন্ন গবেষনায় এসেছে, শিক্ষার্থীদের একটি অংশ আর পড়াশোনায় ফিরবে না। তাদের কেউ কেউ শিশুশ্রমে নিয়োজিত হয়েছে। কেউ কেউ বাল্য বিবাহের শিকার হয়েছে। বিশ^বিদ্যালয়ের শেষ পর্যায়ের শিক্ষার্থীরা পড়া শোনা শেষ না হওয়ায় কর্ম-জীবনে প্রবেশ করতে পারছে না।
শিক্ষার্থীরা অনেকে অল লাইনে পড়া লেখা করছে। কিন্তু এসুযোগ সব ছাত্র-ছাত্রীরা পাচ্ছে না। টিভি ও বেতারের মাধ্যমে শ্রেনী পাঠ দেয়া শুরু করলেও তা সব ছাত্র-ছাত্রী পাচ্ছে না। এমন অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা লেখা-পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আসক্ত হয়ে পড়ছে মোবাইলের প্রতি। এতে তাদের মানসিক বিকার বাড়ছে। করোনা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে এক অচল অবস্থা সৃষ্টি করেছে। ফলে করোনা বাড়ার প্রবনতা অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্টান খোলা আরো দ্বির্ঘায়িত হবে। তাই সময় এসেছে, শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার জন্য বিকল্প কোন পরিকল্পনা গ্রহন করা যায় কি না? গত বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ওপর ভিত্তি করে ফল প্রকাশ করা হলেও বিশ^বিদ্যালয়ের ভর্তি করা সম্ভব হয়নি। এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেবার কথা বলা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেছেন সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও বিকল্প অন্য কোন উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে।
বলা হচ্ছে সব শিক্ষার্থীদের করোনা টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেয়া হলেও বিপুল পরিমান শিক্ষার্থীদের টিকা দিতে সময় লাগবে অনেক। তারপরও এ পথে কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। উচ্চ শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়ার জন্য আন্দোলন করছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর করোনা বাড়বে ফলে দায়িত্ব নিতে চাইছে না। তাই শিক্ষার্থীদের শিক্ষাদানের লক্ষ্যে অন্য কোনো কার্যকর পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে বলছেন অভিভাবক শ্রেণী। শিক্ষার্থীদের কল্যানে যত দ্রুত সম্ভব তা বিচেনা করা উচিৎ।