কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ভূমি অফিস হতে ২০০ গজ দূরে মুরগ মহালের সুইপার পট্টিতে মৃত রতন বাজপেয়ীর ছেলে জয় বাজপেয়ী ভৈরব পাওয়ার হাউজ কলনি হতে প্রতিদিন সিএনজি যোগে চুলাইমদ এনে রমরমা ব্যবসা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া তাদের পরিবারের বিজয় বাজপেয়ী, দুলি বাজপেয়ী, কাঞ্চন বাজপেয়ী, রজনী বাজপেয়ী ও সরস্বতী বাজপেয়ী এচুলাইমদ বিক্রয় করে পৌর শহর সহ ১১ ইউনিয়নে যুব সমাজ থেকে শুরু করে সকল মানুষকে মাদকাসক্ত করে তুলেছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন দেখে ও না দেখার ভান করছে। গত কিছু দিন আগে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামকে এ বিষয়টি অবগত করেছেন গণমাধ্যম কর্মীরা।