কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১ মাস আগে ফেনু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হয়। গত রোববার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফেনু মিয়া (৪৫) কিশোরগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনার খবর পাওয়ার পর এলাকাবাসী সোমবার দুপুরের দিকে কৈলাগ থেকে পৈলনপুর রাস্তার মধ্যে বেশ কয়েক জনকে মারধর করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর পাওয়ার পর পৈলনপুরসহ বাজিতপুর পৌর শহরের বাঁশ মহালে পুলিশ মোতায়েন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এর আগেও কৈলাগ ইউনিয়নে কয়েকটি ঘটনার পর বাজিতপুর বাঁশ মহাল সহ বাজারের অনেক দোকান ভাংচুর ও লুটপাট হয়েছিল। এ দিকে গত সপ্তাহে দিলালপুর ইউনিয়নে বাহেরনগর গ্রামে মসজিদের সামনে ব্যবসায়ী মুজিবুর রহমান (৬৪)’কে এলাকার বর্তমান মেম্বার হালিম মিয়া ও তার ১৫-২০ জন লোক দেশীয় অ¯্রসজ্জি হয়ে হামলা চালালে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট সহ মুজিবুরকে খুন করে চলে যায়। একদিন পর পুলিশ সন্দেহ বশতভাবে ৬ জনকে গ্রেফতার করে। এ ছাড়া হিলচিয়া ইউনিয়নের জইনপুর গ্রামে আফিল উদ্দিনের ছেলে ভাংগারী ব্যবসায়ী সোহেল মিয়া (২৫) ও নাজিম উদ্দিন (২০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্য দিকে বাজিতপুর রাজ্জাকুন্নেছার ১০ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার (১৮)’কে দিঘীরপাড় চেঙ্গাহাটির গ্রামের জনৈক ব্যাক্তি থাকে খুন করে। এসব খুনের ঘটনা ঘটলেও এলাকায় কোনো নিরাপত্তা নেই। বাজিতপুর থানার তদন্ত ওসি নজরুল ইসলাম বলেন, আইনগত ভাবে এদের বিচার হবে বলে উল্লেখ করেন।