পটুয়াখালীর বলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে মোবাইল সার্ভিসিং ও রিপিয়ারিং বিষয়ে মাস ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগীতায় কলাপাড়ার লালুয়া ডরপ কার্যালয়ে রোববার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ধোধণ করেন ডরপ এর মনিটরিং এ- ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন ডরপ এর ডাটাবেজ ম্যানেজার ইশতিয়াক আহমেদ, ফিল্ড কর্মকর্তা আবদুল হক, পলাশ পাল, প্রোগ্রাম এসোসিয়েট ফরহাদ হোসেন।
দুটি ব্যাচে ১৫ জন নারীসহ ৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এছাড়া শনিবার ডরপ কার্যালয়ে তিন মাস ব্যাপী ইলেকট্রনিক্স(টিভি,রেডিও, ডিভিডি,ভিসিআর) মেরামত প্রশিক্ষণে অংশ নেয়া দুটি ব্যাচের ৫০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। ডরপ এর মনিটরিং এ- ইভেনুয়েশণ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করেন এলজিইডি'র কলাপাড়া উপজেলা প্রকোশলী মো. মহর আলী। এ সময় ডরপ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে ডরপ এর টিম লিডার(প্রশিক্ষণ) জেবা আফরোজ জানান।