করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই রাজমিস্ত্রি কাজ করছিলেন পটুয়াখালীর কলাপাড়ার খানাবাদ ডিগ্রি কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র মনির হাওলাদার(১৮)। সোমবার সকালে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের নিজ বাসা থেকে পাশের বড়হর পাড়া গ্রামে নির্মানাধীন মুজিব কিল্লায় কাজ করতে যায় মনির সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। সে নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
মহিপুর থানার এস আই মো. রাসেল জানান, সকালে বড়হর পাড়ায় নির্মানাধীন মুজিব কিল্লায় রাজমিস্ত্রির কাজ করতে যায় মনির। এ সময় ভবনের ওয়েলডিং এর কাজ করার জন্য মর্টার চালু করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তার মরদেহের সুরতহাল শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।