করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও বিকল্প শিক্ষা কার্যক্রম চালুসহ ১৪ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের আয়োজনে নগরীর ষ্টেশন রোডস্থ কমিউনিষ্ট পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ্ মোঃ সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্র নেতা আসিষ সরকার দেবাশীষের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আবির-ইয়ামান, রংপুর জেলা সহ-সাধারণ সম্পাদক সাগর ইমদাত, সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এ সময় ছাত্র ইউনিয়নের জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা, সরকারের নিকট করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংকটের কবলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং বিকল্প শিক্ষা কার্যক্রম চালু, শতভাগ শিক্ষার্থীদের মাঝে করোনা ভ্যাকসিন নিশ্চিত করণ, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের শতভাগ পাঠদান নিশ্চিত করণ সহ ১৪ দফা দাবী জানান। সমাবেশ শেষে একই দাবী সম্বলিত বিষয় নিয়ে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।