গত বছর গ্রিসের একটি শরণার্থী শিবিরে অগ্নিসংযোগের দায়ে চারজন আফগান তরুণকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। লেসবস দ্বীপে মোরিয়া নামের এই শিবিরটি ছিল ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী শিবির। অগ্নিকাণ্ডের ফলে এটি পুরোপুরি ধংস হয়ে যায়। খবর বিবিসির। কারাদণ্ডপ্রাপ্ত তরুণদের আইনজীবীরা জানান, তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবীরা এই মামলাকে অন্যায্য বলে উল্লেখ করেছেন। অতি ঘণবসতিপূর্ণ মোরিয়া শিবিরে এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১৩ হাজার শরণার্থী তাদের আশ্রয়স্থল হারান। গত বছরের সেপ্টেম্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করোনাভাইরাসের সংক্রমণরোধে বিধিনিষেধ আরোপ করা হলে শরণার্থী শিবিরে উত্তেজনা বাড়ার মধ্যেই ঘটে অগ্নিকাণ্ড। অভিযুক্তদের পক্ষের আইনজীবীরা বলেছেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন নথিপত্র হাজির করেছেন যে গ্রেফতারের সময় তাদের বয়স ছিল ১৮ বছরের নিচে। কিন্তু তারপরও তাদের কিশোর হিসেবে বিবেচনা করা হয়নি। করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে সাংবাদিকদের আদালতের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।