পটুয়াখালীর গলাচিপায় ইউপি নির্বাচনে রতনদী তালতলী ইউনিয়নে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমানকে হুমকি ও তার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা প্রদান করার অভিযোগ উঠেছে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা খানের কর্মী আব্বাস প্যাদা, আফাজ প্যাদা, হেলাল খান, মুরাদ চৌকিদার, নাসির মোল্লা, পারভেজ ও অলিলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষের লোকজনকে ডেকে আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেয়। এ সময় পুলিশ উভয় পক্ষের লোকজনকে শান্ত থাকার জন্য বলেন। এ ঘটনায় রোববার ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান উপজেলা নির্বহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।