সাদা সোনা বলে খ্যাত বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে খুলনার পাইকগাছা থানা পুলিশ এক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় অপদ্রব্য পুশকৃত চিংড়িসহ সরঞ্জাম জব্দ করেন। তাকে গ্রেফতার ও বিশেষ ক্ষমতা আইনে মামলা মামলা দিয়েছে পুলিশ। আটক ব্যবসায়ী উপজেলার লস্কর ইউপি'র খড়িয়া পূর্ব খাল পাড়ের হাবিবুর রহমান সানার ছেলে রবিউল ইসলাম (৪০)। থানা পুলিশ শুক্রবার রাতে চিংড়িতে পুশ করা অবস্থায় তাকে বাড়ী থেকে আটক করে। থানা পুলিশ সহ স্থানীয় সূত্র জানান, বাগদা চিংড়ি ব্যবসায়ী রবিউল ইসলাম বিভিন্ন ঘের থেকে বাগদা চিংড়ি ক্রয় করে ওজন বৃদ্ধির জন্য শুক্রবার ভারী রাতে অস্বাস্থ্যকর অবস্থায় সিরিঞ্জে ময়লা পানি ঢুকিয়ে পুশ করছিল। গোপণ সংবাদের ভিত্তিতে এএসআই নাজমূল সঙ্গীয় ফোর্স রবিউল ইসলাম চিংড়িতে ময়লা পানি পুশ করা অবস্থায় তাকে হাতে-নাতে আটক করেন। পরবর্তীতে ওসি মো. এজাজ শফী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭ কেজি চিংড়ি ও সিরিঞ্জ জব্দ করে পুশকারীকে থানা হেফাজাতে আনেন। এ ঘটনায় এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনের (১) ও (৮) ধারা সহ ২৫ এর (১) এ ধারার অপরাধে রবিউল সানার বিরুদ্ধে মামলা করেছেন, যার নং-৭। এ মামলার পর শনিবারে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওসি মো. এজাজ শফী বলেন, রাষ্ট্রের রপ্তানী পন্য হিমায়িত বাগদা চিংড়িতে ময়লা পানি পুশ করে ওজন বৃদ্ধির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে এ মামলাটি হয়েছে।