“বৃষ্টি অইলেই এই রাস্তা দিয়া চলাচল করা আমগর খুব কষ্ট হয়। বাজারে ধান নিয়া গেলে ভাড়া দিগুন হইয়া যায়। এই রাস্তাডা পাকা কইরা দিলে কোন রকমে চলাচল তো করা যাইতো। দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় আক্ষেপে কথাগুলো বলছিলেন ভোগাইরপাড় গ্রামের বৃদ্ধ একজন মানুষ আবুল কাশেম (৬০)। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে মাত্র দেড় কিলোমিটার কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন ৭ গ্রামের মানুষ। বর্ষা মৌসুম এলে এই এলাকার মানুষের কষ্টের শেষ নেই। সামান্য বৃষ্টিতেই গ্রামীণ এই কাঁচারাস্তা সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পায়ে হেটে চলচল করাও কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, ১৯৮৫ সালে আবদুল খালেক মাষ্টার চেয়ারম্যান থাকাকালিন এই সড়কটি নির্মাণ করেন। এত বছর ধরেও গুরুত্বপুর্ণ এই সড়কটি আজো পাকা করা হয়নি। বর্ষাকালে কাদাঁ সড়কে দুর্ভোগে পড়তে হয় ওই এলাকার মানুষকে। যানবাহন চলাচল তো দূরের কথা, মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ে। তবুও প্রয়োজনের তাগিদে দুর্ভোগকে সঙ্গী করেই দীর্ঘনি ধরে যাতায়াত করছে মানুষ। মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভবনটি গোজাকুড়া বোর্ডঘর এলাকায় হওয়ায় হুসিখালের মুখ থেকে গিয়াস উদ্দিনের বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন খালভাংগা, ভোগাইরপাড়, কোন্নগড়, ফকিরপাড়া সহ সাতটি গ্রামের মানুষের যাতায়াত করতে হয়। এ ছাড়াও নালিতাবাড়ী বাজারে আসতে হলেও এই সড়ক দিয়েই চলাচল করতে হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিক আহামেদ বলেন, ওই কাঁচা সড়কে এলাকাবাসী ভোগান্তিতে আমি জানি। তবে খুব শীঘ্রই সড়কটি পাকা করণের ব্যবস্থা করবো।