নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের গাড়ীতে হামলা করেছে দৃর্বৃত্তরা এ সময় উভয় পক্ষের গুলিবিদ্ধ ৬জন ১৫জন আহত হয়।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটের সময় বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিল বাদল ও আলাল। এ সময় বসুরহাট উত্তর বাজার ইসলামি ব্যাংকের দক্ষিণ পাশে সফি ট্রেডার্স এর সামনে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় এবং গাড়ী ভাংচুর করে। গাড়ীতে থাকা বাদল ও আলালকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাদলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বাদলের অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকার টমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে আহত হাসিব আহসান আলাল জানান, আমরা বসুরহাট হয়ে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজারে মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে ও উপস্থিতিতে তার সন্ত্রাসী বাহিনী কেচ্ছা রাসেল, পিচ্ছি মাসুদ, শিহাব খান, রাসেল ও খান সাহেবের নেতৃত্বে ২৫-৩০জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা আমাদের গাড়ী ব্যাপক ভাংচুর করে এবং আমাদেরকে মারধর করে। আলাল আরও বলেন, সন্ত্রাসীরা এ সময় ৩রাউন্ড গুলি ছোড়ে।
কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান জানান, আজ সকালে বাদল ও আলাল চাপরাশিরহাট থেকে বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিল। কাদের মির্জা গত ৫মাস যাবত কোম্পানীগঞ্জে অশান্তি সৃষ্টি করতেছে। তার মস্তিস্কের বিকৃতি ঘটেছে। শুক্রবার বিকেলেও পৌরহলে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করেছে। বাংলাদেশ আ.লীগ এখনও পর্যন্ত মির্জার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেছে না।
হামলার ব্যাপারে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে ফোন করলে তার একান্ত সহকারী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফোন রিসিভ করে জানান, নেতা ব্যস্ত। হামলার কথা জিজ্ঞেস করলে স্বপন বলেন, মির্জা ভাইয়ের নেৃতত্বে কেন হামলা হবে। সেসময় তিনি বসুরহাট পৌরসভা কার্যালয়ে ছিলেন।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাদল ও আলাল শনিবার সকালে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজার কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাদল ও আলালের ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে ৪৮ ঘন্টার হরতালের ডাক দেন কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের একাংশ।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে ও উপজেলা আ.লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ হরতালের ডাক দেন। এ সময় তিনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জা ও তার দোসরদের গ্রেফতার করতে হবে। মঞ্জু সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বলেন, আপনাদের দিন দেশ, আপনার ডুয়েল স্ট্যাল্ডবাজি বন্ধ করুন।
মাস্তান, খুনী ও সন্ত্রাসী মির্জা এবং তার দোসরদের গ্রেফতার করতে হবে। না হলে ৪৮ঘন্টার পর কোম্পানীগঞ্জে লাগাতার হরতাল দেওয়া হবে। এ নৃশংস ঘটনা গুলোর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ১০০টি লাশ পড়লেও আমরা রাস্তা থেকে সরে যাবো না। আমরা আন্ডার গ্রাউন্ডে চলে গিয়ে আমাদের এ কর্মকা- চালিয়ে যাব।
মঞ্জু বলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে বসুরহাট হয়ে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজার প্রেসক্লাবের সামনে তথাকথিত অপরাজনীতির হোতা কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী বাদল ও আলালকে লক্ষ করে গাড়ীতে হামলা চালায় এবং ভাংচুর করে। এ সময় বাদলের হা-পা ভেঙ্গে দেয়, মাথা ফাটিয়ে দেয়, বাদলের বুকের পাজরের হাঁড় ভেঙ্গে ফেলে। আলালকে মেরে রক্তাক্ত করে। তার কানের একটি অংশ কেটে ফেলে দিতে হয়েছে। এভাবে কোম্পানীগঞ্জে হামলার পর হামলা, মামলার পর মামলা চলছে।
হরতাল ঘোষণার করার পর দুপুর ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার নামকস্থানে বাদলের অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সদস্য ফখরুল ইসলাম সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বসুরহাট চাপরাশিরহাট সড়কে কাঠ, গাছের গুড়ি ফেলে ও টায়ার জ¦ালিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পুলিশ ব্যারিকেড ভাঙ্গতে গেলে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ইট, পাটকেল নিক্ষেপ করে, পুলিশ আত্মরক্ষার্থে ৩৩ রাউন্ড শর্টগানের গুলি চালায়। গুলিতে ফখরুল ইসলাম সবুজ ও তার ছেলে তরিকুল ইসলাম চয়নসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত গুলিবিদ্ধ চয়নকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার চোখসহ শরীরে বিভিন্ন অংশে গুলির চিহৃ রয়েছে বলে তার পরিবারিক সূত্রে জানা যায়। গুলিবিদ্ধরা বাদলের অনুসারী। অপরদিকে ইট পাটকেল নিক্ষেপে ওসি (তদন্ত) আবুল কালামসহ ৩ কনস্টেবল আহত হয়।
গুলিবিদ্ধ সবুজ জানান, তারা কাদের মির্জা গ্রেফতারের দাবীতে আন্দোলন করার সময় পুলিশ তাদের ওপর বেপরোয়া গুলি বর্ষন করে। পুলিশের গুলিতে আমি আমার ছেলেসহ ৬ জন গুলিবিদ্ধ হই।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ আত্মরক্ষাতে ৩৩রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, তাদের ইট পাটকেল নিক্ষেপে আমিসহ আমার ৩ কনস্টেবল আহত হই।