রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা সদর ইউনিয়নের তালুক ইসাদ ডারার পাড় নামক স্থানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন এর পিতা মরহুম শহিদুল ইসলাম স্মরণে এ হা ডু ডু খেলার আয়োজন করে স্থানীয় ডারার পাড় যুব সমাজ। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক তাজরুল ইসলাম, সাংবাদিক একরামুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান অলিপ, যুবলীগ নেতা লিটন বক্সি, হা ডু ডু খেলা পরিচালনা কমিটির সভাপতি, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা।
খেলাটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সার্জেন মাহবুবার রহমান মাসুদ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ খেলাটি উপভোগ করতে দুর-দুরান্ত থেকে সহ¯্রাধিক নারী পুরুষের ঢল নামে খেলা প্রাঙ্গণে। খেলায় তালুক ইসাদ (নয়াটারী) একাদশকে পরাজিত করে চৌধুরাণীর রামচন্দ্রপাড়া একাদশ জয়লাভ করেন।