নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের গাড়ীতে হামলা করেছে দৃর্বৃত্তরা। এসময় গাড়ীতে থাকা বাদল ও তার সহযোগী হাসিব আহসান আলাল আহত হয়।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের সময় বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিল বাদল ও আলাল। এসময় বসুরহাট উত্তর বাজার ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় এবং গাড়ী ভাংচুর করে। গাড়ীতে থাকা বাদল ও আলাল গুরুতর আহত হয়। আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাদলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে আহত হাসিব আহসান আলাল জানান, আমরা বসুরহাট হয়ে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজারে কেচ্ছা রাসেল, পিচ্ছি মাসুদ, শিহাব খান, রাসেল ও খান সাহেবের নেতৃত্বে ২৫-৩০জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমন করে। এসময় সন্ত্রাসীরা আমাদের গাড়ী ঢাকা মেট্রো-ঘ-১৭-৪৬৫৬ ব্যাপক ভাংচুর করে এবং আমাদেরকে মারধর করে। আলাল আরও বলেন, সন্ত্রাসীরা এসময় ৩রাউন্ড গুলি ছোড়ে পালিয়ে যায়।
মন্ত্রীর ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু দুপুর ১১টায় তার নিজস্ব পেসবুক আইডি থেকে লাইভে এসে জানান, আজ সকালে বাদল ও আলাল চাপরাশিরহাট থেকে বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিল। গত ৫মাস যাবত কোম্পানীগঞ্জে অশান্তি সৃষ্টি করতেছে। গতকাল শুক্রবার বিকেলেও পৌরহলে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করেছে। বাংলাদেশ আ’লীগ এখনও পর্যন্ত মির্জার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেছে না। আগামী ৪৮ঘন্টা কোম্পানীগঞ্জে হরতাল পালন করা হবে।
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাদল ও আলাল শনিবার সকালে ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজারের স্থানীয় কাউন্সিলর আঞ্জুর ব্যবসা প্রতিষ্ঠান শফি ট্রেডার্সের সামনে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ বসুরহাট বাজারে টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি থমথমে রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বাদল সমর্থিত কর্মীরা রাস্তায় গাছ ফেলে অবরোধ করে রাখে।