নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসী আবুল হাসেম, স্ত্রী জুলেখা বেগম ও ভাই আবুল কাশেমের বিরুদ্ধে মিথ্যা ও প্রতারণামূলক মানব পাচার মামলা ও বশতবাড়ীতে হামলা, ককটেল বিষ্ফোরণ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর স্ত্রী।
শনিবার বেলা ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রবাসী আবুল হাসেমের স্ত্রী জুলেখা বেগম শেফালী লিখিত বক্তব্য বলেন, আমার বাড়ির পাশবর্তী ঘরের বাসিন্দা গোলাম রাব্বানী ও তার চাচা গিয়াস উদ্দিন এবং গোলাম রাব্বানীর মামা ঢাকা জজকোর্টের জারিকারক মাহবুব এলাহীর যোগসাজশে আমার বশত বাড়ি-ঘর ও সম্পত্তি দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে আমার স্বামী আবুল হাসেম, আমি ও আমার দেবর আবুল কাশেমের নামে ঢাকা জজকোটে মিথ্যা ও প্রতারণামূলক মানব পাচার মামলা করে আমাকে ১মাসের অধিক কাশিমপুর কারাগারে আটক রেখেছেন। আমি আদালতের নির্দেশে জামিনে বের হয়ে দেখতে পাই বাদী গোলাম রাব্বানী মানব পাচার মামলার ৫নং স্বাক্ষী মাহবুব এলাহীর যোগসাজশে নোয়াখালী কোম্পানীগঞ্জের ঠিকানা গোপন করে ঢাকার বাড়ি নং-২৯২ সাং-বাড়ি নং-২৯২-এ, ধানমন্ডি-১৫, রোড নং-৮/এ, থানা- ধানমন্ডি, জেলা- ঢাকা ব্যবহার করে আমাদের নামে মিথ্যা ও প্রতারণামূলক মানব পাচার মামলা দায়ের করে। এরপর গত ১৭ মে ঢাকা জজকোর্টের জারিকারক মাহবুব এলাহীর পরামর্শে গোলাম রাব্বানী ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী আমার বশতঘরে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। দেশীয় অস্ত্র, ধারালো কিরিজ, দ্যা, খন্তা ও কিরিজ দিয়ে আমার ঘরকে তছনছ করে ঘরের ভিতর ঢুকে আমার আলমগীর ভেঙ্গে ১১ভরি স্বর্ণ, নগদ ৮০হাজার টাকা ও সম্পত্তির দলিলপত্র লুট করে নিয়ে যায়। গত ১৯ মে আমি নিজে বাদী হয়ে এ অপরাধীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করি। মামলা নং-৩১, তারিখ: ১৯-০৫-২০২১ইং। আজ প্রায় ১মাস হতে চলল, অথচ পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করে নাই। তাদের হত্যার হুমকি ও হামলার ভয়ে আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আত্মগোপনে আছি। আমি জীবন ও জানমালের রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।