ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলায় ২ পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাকি দুইজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দুই পুলিশ সহ আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ জানায়, শনিবার সোপোরের আরামপোরা এলাকায় যৌথবাহিনীর টহলের সময় আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথবাহিনী। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।