যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ছবি ফোনে ভিডিও করে এ বছর পুলিৎজারের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার। এছাড়াও বর্ণবাদ ও মহামারি ভিত্তিক বিভিন্ন ক্যাটগিরিতে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টাস, এপি ও নিউইয়র্ক টাইমস। শুক্রবার এই তালিকা প্রকাশ করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গত বছর ২৫শে মে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। মাটিতে ফেলে তার ঘাড়ে প্রায় ৯ মিনিট হাঁটু দিয়ে চেপে ধরায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় ফ্লয়েডের। সেসময়, পথচারী কৃষ্ণাঙ্গ কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার ঘটনার ভিডিও করে। এ ভিডিও'র জন্য এবার যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার অন্যতম সম্মানজনক পুরস্কার পুলিৎজার পায় ডারনেলা। এই ভিডিওই আদালতে প্রমাণ হিসেবে নেয়া হয়। পুলিৎজারের সিটিজেন জার্নালিজম ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় তাকে। এই ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করায় ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিৎজার জিতেছে দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন। অন্যদিকে বিস্তারিত প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে রয়টার্স ও আটলান্টিককে। করোনা মহামারি নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে পুরস্কৃত হয়েছে ‘নিউইয়র্ক টাইমস’ ও ‘আটলান্টিক’। মহামারির সময় স্পেনের বার্সেলোনায় পলিথিনের পর্দার দুই পাশ থেকে একে অপরকে চুমু দেন বয়োজ্যেষ্ঠ দম্পতি। গত বছরের ২২শে জুন ছবিটি তোলেন এপির ফটোসাংবাদিক এমিলিও মোরেনাত্তি। পুলিৎজারের ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার জিতে নিয়েছে অসাধারণ এ আলোকচিত্রটি। এছাড়াও জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার ছবির কারণে ব্রেকিং নিউজ ফটোগ্রাফির পুরস্কারও গেছে এপির হাতে। এবার এডিটোরিয়াল কার্টুন ক্যাটাগরিতে কাউকে পুরস্কার দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় পুলিৎজার পুরস্কারকে। ১৯১৭ সাল থেকে এটি দেওয়া হয়ে আসছে। সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার।