কুমিল্লার দক্ষিনাঞ্চল বানিজ্যিক নগরী বৃহত্তর লাকসাম পৌর শহরের দক্ষিণ বাইপাস সড়ক মিডল্যান্ড মডেল টাউন পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এরিয়া অফিস ভবনে সু-স্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে আল-খিদমাহ্ স্পেশালাইজড ডায়াগনষ্টিক এ- কনসালটেশন সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বনার্ঢ্য আয়োজনে মিলাদ দোয়া ও মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আল-খিদমাহ্ উদ্বোধন করা হয়।
আল-খিদমাহ সু-স্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে সর্বোত্তম আধুনিক স্বাস্থ্য সেবায় থাকছে স্বয়ং সম্পূর্ণ ও অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত ল্যাব, শতভাগ ডিজিটাল এক্সরে ৫০০ গঅ (জবসড়াধষ), ৪উ কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি (৩, ৬ ও ১২ চ্যানেল), ইকো-কার্ডিওগ্রাম, ভিডিও এন্ডোসকপি, ভিডিও ক্লোনোসকপি,স্পাইরোমেট্রি, সকল প্রকার হরমোন পরীক্ষা, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, সেরোলজি, হেমাটোলজি, পেপস স্মিয়ার এবং মেডিসিন, হৃদরোগ, গাইনী এ- অবস্, নবজাতক ও শিশু, ফিজিকাল মেডিসিন, গ্যাস্ট্রো এন্টারোলজি, নিউরো মেডিসিন, মনোরোগ, নাক, কান ও গলা, বাত, ব্যাথা ও প্যারালাইসিস, ডায়াবেটিস ও হরমোন, কিডনি, অর্থোপেডিক, লিভার, চর্ম ও যৌন, বক্ষব্যাধি, রোগ, ও রোগত্বত্ত্ব সংক্রামক ব্যাধি, রক্তরোগ ও ক্যান্সার, ইউরোলজি, পুষ্টিবিদ, ফিজিওথেরাপি, এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে কনসালটেশন সেন্টার, বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজিষ্ট ও হেমাটোলজিষ্ট কর্তৃক ল্যাবের পরীক্ষা, নির্ভূল পরীক্ষার নিশ্চয়তা, হোম সার্ভিস (প্যাথলজিক্যাল কনসালটেশন), পুরুষ ও মহিলা থেরাপিষ্ট কর্তৃক ফিজিওথেরাপির ব্যবস্থা, এ্যাম্বুলেন্স সার্ভিস সহ অন্যান্য সুবিধা সমূহ। এ ছাড়া থাকছে পাওয়ারফুল জেনারেটর, নিরাপত্তায় সিসি ক্যামেরা, প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, গর্ভবর্তী মহিলাদের মেডিকেল চেকআপ, বিদেশগামীদের মেডিকেল চেকআপ, ২৪ ঘন্টা জরুরী বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসী সেবা, ইমার্জেন্সি ইউনিট, অভ্যর্থনা কক্ষ, দেশের বেশ কয়টি সুনামধন্য হসপিটালের সাথে সার্বক্ষনিক অনলাইন কনসালটেন্সি সহ সার্বিক তত্বাবধানে চিকিৎসা সেবা ও পুরুষ ও মহিলাদের জন্য নামাজের সু-ব্যবস্থা ও রুচি সম্মত খাবারের জন্য ক্যান্টিন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আল-খিদমাহ্ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো: ফারুক আল শারাহ এর পরিচালনায় এতে ব্যবসায়ী সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আল-খিদমাহ্ কর্তৃপক্ষ সু-স্বাস্থ্যের অঙ্গীকার ও চিকিৎসা সেবা প্রদানে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।