কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৃষি মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১১ টায় পপি রিকল এর গণতান্ত্রিক সুশাসনে জনসংপৃক্ত প্রতিষ্ঠানে অংশগ্রহণ প্রকল্পে বিষয় নিয়ে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পপি রিকল এর গুরই ও ছাতিরচর ইউনিয়নের ১০০ জন কৃষক কৃষাণীদের ব্যাংক ঋণ, কৃষি ঋণ ও ঋণ আদায়ে বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় ছাতিরচর ইউনিয়নের ৫২ জন কৃষক ও গুরই ইউনিয়নের ৪৮ কৃষক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এর মধ্যে গুরই ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মাইন উদ্দিন আয়েশা সিদ্দিকা, সিভিও নেত্রী বলেন, ব্যাংক ঋণ নিতে গিয়ে নিরীহ কৃষকরা অনেক সময় বিপদে পড়তে হয়। তারা বলেন, ভোক্তভোগী কৃষকদের ব্যাংক ও কৃষি বিভাগ, বিভিন্ন এনজিও থেকে ঋণ দেওয়া অবশ্যই জরুরী। এ সময় আরো বক্তব্য রাখেন, পপি রিকল এর উপজেলা সমন্বয়কারী মোঃ ফেরদৌস আলম, ফিল্ড ফ্যাসিলেটর সমির চন্দ্র আদিত্য, আয়েশা সিদ্দিকা, দৈনিক মানব জমিন এর স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, যায়যায় দিন বাজিতপুর নিকলী, কুলিয়ারচর প্রতিনিধি মহিউদ্দিন লিটন, দৈনিক ইনকিলাব নিকলী প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, মোঃ উবায়দুল হক স¤্রাট প্রমুখ।