পুরো পৃথিবী যেমন করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত, তেমনি দেশেও নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে, করোনাভাইরাসের টিকা সংগ্রহ, বিতরণে সমন্বয়হীনতা এবং সিদ্ধান্তে অপরিপক্বতার বিষয়টি আলোচনায় এসেছে। জানা যাচ্ছে, এই পরিস্থিতি একদিকে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তথ্য মতে, ভারতের সেরামের অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় প্রথম ডোজ নেওয়া ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। তাদের সান্ত¡না দিতে একেক সময় একেক কথা বলা হচ্ছে। অনেক জায়গায় দ্বিতীয় ডোজ দিতে না পারায় বিক্ষোভও করেছেন ভুক্তভোগীরা। আর সংশ্লিষ্টরা করোনা টিকা নিয়ে তালগোল পাকিয়ে ফেলায় এমন সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা বলতে চাই, সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নে কাজ করতে হবে। জানা গেছে, গত ২৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনা করোনা টিকা দেওয়া শুরু হয়। কিন্তু মজুত শেষ হয়ে যাওয়ায় ২৬ এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার মানুষ। আর গত মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ২৩ হাজার মানুষ। সে হিসাবে প্রথম ডোজ নেওয়া ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিতে না পেরে উদ্বেগে আছেন। এই উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিকল্প থাকতে পারে না। লক্ষণীয় যে, প্রাথমিক পর্যায়ে বলা হয়েছিল, প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে। এরপর ৮ সপ্তাহ, ১২ সপ্তাহ এবং সর্বশেষ ১৬ সপ্তাহের কথা বলা হচ্ছে। এতে ভুক্তভোগীদের উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। এ ছাড়া আমলে নেওয়া দরকার, চিকিৎসকরা বলছেন, প্রথম ও দ্বিতীয় ডোজ একই টিকা দিতে হবে। সে ক্ষেত্রে সেরামের প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের চীন বা অন্য উৎস থেকে সংগ্রহ করা টিকা দেওয়া যাবে না। তাই ভারত থেকে টিকা না এলে প্রথম ডোজ নেওয়া ১৬ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না। আর কবে নাগাদ ভারতের টিকা পাওয়া যাবে তাও কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। ফলে সামগ্রিকভাবেই একটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। আমরা বলতে চাই, করোনা পরিস্থিতির ভয়াবহতা এড়ানোর কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মানাসহ মানুষের ভেতর যেন সচেতনতা বাড়ে সেই দিকটি যেমন আমলে নিতে হবে, তেমনি টিকা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তাও আমলে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখতে হবে। কেননা এর আগে এমন বিষয়ও আলোচনায় এসেছিল, সংক্রমণ দূর করতে দেশে করোনাভাইরাস মোকাবেলায় অন্তত ১২ থেকে ১৩ কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া জরুরি- যা এড়ানো যাবে না। ফলে কূটনৈতিক প্রচেষ্টাসহ টিকা প্রাপ্তির সামগ্রিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে তখনই সবগুলো উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দরকার ছিল। যাতে একটি উৎস বন্ধ হয়ে গেলে বিকল্প উৎস থেকে টিকা পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে চীনা প্রতিষ্ঠানের করোনা টিকা ট্রায়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি। যার খেসারত এখন জনগণ দিচ্ছে- এমন বিষয়ও সামনে আসছে। সর্বোপরি আমরা উলেস্নখ করতে চাই, ভারতের টিকার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকে অন্য ধরনের টিকা পাওয়ার জোর কার্যক্রম চালানো উচিত ছিল- এমন বিষয় ছাড়াও এটাও উঠে এসেছে, করোনা মোকাবেলায় কার্যকর পন্থা হচ্ছে গণটিকাদান কর্মসূচি। এখন টিকা নিয়ে যে উদ্বেগ তা এড়ানো যাবে না। ফলে সংকট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখতে হবে। কেননা তা না হলে টার্গেটকৃত জনবলকে টিকা দেওয়া সম্ভব হবে না। সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে সংশ্লিষ্টরা টিকা কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখবে এমনটি কাম্য।