দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পায় না বিএনপি। এমনকি সুশীল সমাজের প্রতিনিধিরাও এনিয়ে কোনো কথা বলেন না। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার (১১ জুন) শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করা আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'দেশ থেকে ক্ষুধা দারিদ্র্য দূর হয়েছে। হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। এ সময় নেতাকর্মীদের বিনয়ী হবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাহলেই জনগণ অব্যাহতভাবে সমর্থন দেবে আওয়ামী লীগকে। তিনি তথাকথিত সুশীল ও বিএনপির ভূমিকার কড়া সমালোচনা করেন।