করোনার সংক্রমণ রোধে সরকারের বিধি নিষেধ মেনে চলার জন্য মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ শুক্রবার (১১ জুন) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খুতবার আগে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার অনেক চষ্টো করছে। সরকারের এই প্রচেষ্টায় আমাদের সকলকে সহায়তা করতে হবে। ডাক্তার, প্রশাসনসহ সবাই সহায়তা করছে। করোনা শুধু বড় লোকের জন্য, আমার কিছু হবেনা এমন মানসিকতা দেখানো যাবেনা। সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে।'
কোরআন হাদীসের আলোকে কিভাবে এই মহামারী থেকে রক্ষা পাওয়া যায় সেজন্য মসজিদের খতিব ইমামসহ সকল আলেম ওলামাদের প্রচারণা করার দিক নির্দেশনা দেন মন্ত্রীপরিষদ সচিব। জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০টি মডেল মসজিদ উদ্ধোধনের জন্য দোয়া করা হয়। এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ধর্মসচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।