বিএনপিকে একটি ব্যর্থ বিরোধী দল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার ( ১১ জুন) শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'জনগণ মনে করে বিএনপি একটি ব্যর্থ বিরোধীদল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা এবং নেতৃত্বের হটকারিতায় কর্মীরা আজ হতাশাগ্রস্থ। এক যুগ ধরে প্রাণান্ত চেষ্টা করেও কর্মীদের মাঠে নামাতে পারেনি বিএনপি। তারা যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেয়ার মধ্য দিয়ে আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ তৈরি করার আভাস দিচ্ছেন কিনা সেটাই আজ ভেবে দেখার বিষয়।'