দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১২ হাজার নয়শ' ৮৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আরো দুই হাজার ৫শ' ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪শ' ৪৭ জনের নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক দুই পাঁচ শতাংশ।
এ নিয়ে দেশে মোট আট লাখ ২০ হাজার ৩শ' ৯৫ জনের করোনা শনাক্ত হল। এছাড়া, একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৬১ জন। মোট সুস্থ সাত লাখ ৫৯ হাজার ৬শ' ৩০। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক পাঁচ নয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে এলেও কিছুটা বাড়তে শুরু করেছে।