বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন। মুজিববর্ষে দ্বীপ ইউনিয়ন দইুটির মানুষের এটাই সেরা উপহার। বৃহস্পতিবার ১০ জুন স্থানীয় কে আলি কলেজে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সুইচ টিপে চরকাজল ও চরবিশ্বাস দুই ইউনিয়নের বিদ্যুতায়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এসএম শাহজাদা এমপি। আর এর মধ্য দিয়ে অবসান ঘটে বিদ্যুৎবিহীন চরাঞ্চালের অন্ধকার যুগের। ইউনিয়ন দুইটির ৭০ হাজারের বেশি মানুষ অপেক্ষায় ছিল এ দিনটির। দিনটিকে স্মরণীয় করে রাখতে ইউনিয়ন দুইটি রঙিন পোস্টার ফেস্টুন দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছে এলাকাবসী।
গলাচিপা উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন চরকাজল চরবিশ্বাস ইউনিয়ন। চারদিক নদী দ্বারা বেষ্টিত। ইউনিয়ন দুইটিতে ৭০ হাজারের বেশি লোক বসবাস করে। চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বিদ্যুতায়নের দায়িত্বরত ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার জানান, নদীতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এ বিদ্যুতের লাইন স্থাপন করা হয়েছে যা দেশে সবচেয়ে দীর্ঘতম সাবমেরিন ক্যাবল লাইন। চরমুজিবে উপকেন্দ্র করে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস, দশমিনা উপজেলার চরবোরহান, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে ও দশমিনা উপজেলার একাংশে বিদ্যুতের সঞ্চালন লাইন দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৫৭ দশমিক ৪১ কোটি টাকা। ভোলা জেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৭৯২ কিলো মিটার সঞ্চালন লাইন রয়েছে। ৪৫টি গ্রামের ২২ হাজার ৬৬৬ জন গ্রাহক বিদ্যুতায়নের আওতায় রয়েছে। এতে কমপক্ষে ৬ থেকে ৭ মেঘা ওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। তিনি আরো জানান, গ্রাহক হয়রানি বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গ্রাহকের বাড়িতে মিটারের লাইনের তার টানা আছে। সরকার নির্ধারিত ফি জমা দিলেই অল্প সময়ে সংযোগ দেওয়া হচ্ছে।
উত্তর চরবিশ্বাস গ্রামের মাহাবুব শরিফ (৫৩) বলেন, ‘ এ চরে কোনাদিন কারেন্ট আইবে এসব আমরা কোন সময় স্বপ্নেও ভাবি নাই। আমার ঘরে কারেন্টের লাইট জ¦লে, ফ্যান চলে এসব দেইখ্যা এ্যাহনও স্বপ্নের মত হইতেছে। এ সম্ভব অইচে শেখ হাসিনার লইগ্যা। আল্লায় হ্যারে বাচাইয়া রাহুক।’
চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসান জানায়, ‘আমরা আগে হেরিক্যান ও কুপি বাতি জ¦ালাইয়া লেখা-পড়া করতাম। এবার বিদ্যুৎ পাওয়ায় আমরা বিদ্যুতের আলোয় ভালভাবে লেখা-পড়া করতে পারমু। গরমে আর কষ্ট হবে না ঘরে ফ্যান চলবে। এসব কোনদিন ভাবতেই পারি নাই।’
চরকাজল ্্্্্্্্ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল বলেন, এ ্্এলাকার বেশিরভাগ মানুষই কৃষি ও মৎস্য পেশায় জড়িত। চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন দুইটি দ্বীপাঞ্চল হওয়ায় সরাসরি বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন দুইটি বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, ভোলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস প্রমুখ।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভিশন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। মুজিববর্ষে চরবাসীকে সেরা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সব জায়গা যখন আলোয় ঝলমলে তখন এ এলাকা অন্ধকার ছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলো পৌঁছে দিয়েছেন। তিনি আরো বলেন, উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। এখানকার জীবন মানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। এখন এখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা তৈরি হবে। এতে শিক্ষা,কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটবে। তৈরি হবে নানামুখী কর্মক্ষেত্রের।