জামালপুরে করোনায় নতুন করে ১৫জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২২৯২জন। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার শতকরা ১৮.০৭ ভাগ। এ বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৮জুন) সারা জেলা থেকে ৮৩টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে ১৫জনের পজেটিভ রিপোর্ট হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯জন, মাদারগঞ্জ উপজেলায় ৩জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ১জন, মেলান্দহ উপজেলায় ১জন,এবং বকশিগঞ্জ উপজেলায় ১জন রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২১০৮জন। মুত্যু হয়েছে ৩৫জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৪০জনকে।
জামালপুরের জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.মো.মাহফুজুর রহমান সোহান জানান, জেলায় প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নিজ দ্বায়িত্বে স্বাস্থ্য বিধি মেনে সকলকেই সচেতন হয়ে চলাচল করতে হবে।