মুন্সীগঞ্জ জেলা শহরের উপকন্ঠে সদর উপজেলার মুক্তারপুর সেতুর রেলিঙ্গ ভেঙ্গে ঔষধবাহী একটি কাভার্ড ভ্যান নীচে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চালক, দুই সহযোগী ,পথচারী সহ ৪জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে। মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর বজলুর রহমান জানান,বেলা পৌনে ১১টায় নারায়নগঞ্জের দিক থেকে এসকেএফ ঔষধ কোম্পানীর একটি কাভার্ড ভ্যান মুক্তারপুর সেতু দিয়ে মুন্সীগঞ্জের দিকে আসছিল,এ সময় বিপরীত দিক হতে আসা একটি অটো রিকশাাকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি সেতুর রেলিং ভেঙ্গে পড়ে যায়। এতে ৪জন আহত হয়।আহতরা কাভার্ডভ্যান চালক রাসেল মুন্সী(৩২)চালকের সহকারী বাগেরহাটের পূর্ব সোলানিয়া গ্রামের আ: মান্নানের ছেলে বেলাল হোসেন(৩১),সহযাত্রী কুষ্টিয়া জেলার বৈরাগীর চর গ্রামের নাসির বিশ্বাসের ছেলে বাচ্চু(৩২)আহত অপর ১ জনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চালক ও পথচারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদেও প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপতালে নেয়া হলে কর্তব্যরত: চিকিৎসক সকলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন। দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্বাওে চেষ্টা চলছে।